ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

নিউইয়র্কে পালিত হলো প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ২৭ ০৯:৩৯:৩৬
নিউইয়র্কে পালিত হলো প্রথম জুলাই গণঅভ্যুত্থান দিবস

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্কের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী শুক্রবার (২৫ জুলাই) উদযা‌পিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ এবং সম্প্রতি বাংলাদেশে মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নিউইয়র্কে দিবসটির প্রথম বার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রদর্শিত হয় জুলাই অভ্যুত্থানকে ঘিরে নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যেখানে তুলে ধরা হয় সে সময়ের প্রবাসী ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের চিত্র।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আনিসুজ্জামান চৌধুরী শ্রদ্ধার সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন ও তাঁদের আত্মার শান্তি কামনা করেন এবং মাইলস্টোন কলেজের শিক্ষাঙ্গণে সংঘটিত বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশ আজ পরিবর্তনের পথে। সংস্কার ও সুশাসনের মধ্য দিয়ে দেশ এক নতুন গণতান্ত্রিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতির নানা দিক যেমন দ্রুত বিকাশমান শিল্প ও সেবা খাত, প্রযুক্তি সক্ষমতা, উদ্যমী তরুণ সমাজ এবং মেধাবী ও পরিশ্রমী শ্রমশক্তি উল্লেখ করে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে ‘অর্থনীতির রক্তসঞ্চালন’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ প্রশ্নে প্রবাসী নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি মাইলস্টোন কলেজ প্রাঙ্গণের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে শোক প্রকাশ করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী ছাত্র-জনতার অবিস্মরণীয় ভূমিকা ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা আজও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত