ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২০২৫ জুলাই ২৫ ১১:৫৭:১৩

বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া

পর্যটন ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানায়, এসব যাত্রী অভিবাসন আইনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকেই তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়।

সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি শুহাইলি মোহাম্মদ জাইন জানান, অনেক যাত্রীর কাছে বৈধ কাগজপত্র, পর্যাপ্ত অর্থ কিংবা হোটেল বুকিং ছিল না। কেউ কেউ আবার দেশটিতে আসার স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি।

বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে আটক ১২৮ জনের মধ্যে ১২৩ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। বাকি পাঁচজন পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সিরিয়ার নাগরিক। টার্মিনাল-২ থেকে আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি ও দুইজন ভিয়েতনামী।

শুহাইলি আরও জানান, আটক কয়েকজনের মোবাইল ফোনে মালয়েশীয় অভিবাসন কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। এদের কারও সঙ্গে মানবপাচার বা আন্তর্জাতিক চক্রের সম্পৃক্ততা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ১১ জুলাই একইভাবে ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে চাওয়া ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।

আটকদের নিজ দেশে ফেরত পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে নিতে বলা হয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ভিসা অপব্যবহার ঠেকাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত