ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

মার্কিন শুল্ক আরোপ

বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নয়: বাণিজ্য উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৪ ১৮:৪১:৩১
বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নয়: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, সরকার পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত সচেতন এবং গতিশীলভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন জানান, এই শুল্কের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, "আমরা যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছি এবং এখন তাদের উত্তর ও আমন্ত্রণের অপেক্ষায় আছি। আমন্ত্রণ পেলেই আমাদের প্রতিনিধি দল সরাসরি আলোচনায় অংশ নিতে প্রস্তুত।"

সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, "সামনে ১ আগস্ট, তাই সময় আমাদের এবং যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকে কোনো ধীরগতি নেই; আমরা প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছি।"

ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আশার কথা জানিয়ে তিনি বলেন, "আমরা আশাবাদী যে একটি ইতিবাচক ফলাফল আসবে এবং সেই প্রত্যাশা নিয়েই আমরা প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছি।"লবিস্ট নিয়োগের বিষয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "সরকারের পক্ষ থেকে কোনো লবিস্ট নিয়োগ দেওয়া হয়নি। এটি ব্যবসায়ীদের নিজস্ব বিষয়। তাছাড়া, এক্ষেত্রে প্রয়োজনীয় কাঠামোগত ও আইনি পরিবর্তন বাংলাদেশ সরকারই সবচেয়ে ভালোভাবে বুঝতে ও প্রয়োগ করতে সক্ষম, কোনো লবিস্ট নয়।"

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা 'দেশের স্বার্থ বিকিয়ে যুক্তরাষ্ট্রকে সুবিধা দেওয়া হয়েছে' এমন অভিযোগের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, "এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমিও একজন বাংলাদেশি হিসেবে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করতে পারি না। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছি। যদি একতরফাভাবে কোনো কিছু মেনে নেওয়ার হতো, তাহলে এতগুলো আন্তঃমন্ত্রণালয় বৈঠকের প্রয়োজন ছিল না।"

তিনি আরও যোগ করেন, "আমরা আশা করছি, অনলাইন বৈঠকের সময়সূচি আজ বা আগামীকালের মধ্যে চূড়ান্ত হবে এবং সেই বৈঠকের পর্যালোচনার ভিত্তিতে আমরা পরবর্তী কর্মপন্থা ঠিক করব।"

সবশেষে তিনি পুনরায় আশা প্রকাশ করে বলেন, "আমরা আশাবাদী যে আগস্টের আগেই আমন্ত্রণ পাব এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সক্ষম হব।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত