ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বড় ধাক্কা: পদপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে চলছে যাচাই-বাছাই। খুব শিগগিরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে। তবে সুপারিশের আগেই শিক্ষক পদপ্রত্যাশীদের জন্য হতাশাজনক খবর দিয়েছেন এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক।
এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সচিব জানিয়েছেন, কিছু বিষয়ে পদের চেয়ে প্রার্থী সংখ্যা অনেক বেশি। ফলে চাইলেও সব যোগ্য আবেদনকারীকে সুপারিশ করা সম্ভব নয়। আবার কিছু বিষয়ে বিপরীত চিত্র পদ থাকলেও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা কম। এতে ওইসব পদ শূন্যই থেকে যাবে।
সুপারিশ কবে করা হতে পারে এ প্রশ্নে সচিব জানান, আমরা টেলিটকের সঙ্গে আলোচনা করেছি এবং অল্প সময়ের মধ্যেই সকল ধরণের প্রক্রিয়া সম্পন্ন করে সুপারিশ দেওয়া হবে। যেহেতু এবার আবেদনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হয়েছে, তাই সুপারিশে বেশি সময় লাগবে না।
গত ১৬ জুন প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেশের স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ১ লাখ ৮২২টি শূন্যপদের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন গ্রহণ চলে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এবারের নিয়োগে আবেদন করেছেন মোট ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী। এনটিআরসিএ সূত্র জানায়, এদের সবার আবেদন বৈধ হলেও অন্তত ৪২ হাজার ৯৮২টি পদ ফাঁকা থেকে যাবে। আবার অনেক আবেদনকারী যাচাই-বাছাইয়ে বাদ পড়তে পারেন। ফলে বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থেকেই যাবে, যা শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা