ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বড় ধাক্কা: পদপ্রত্যাশীদের জন্য দুঃসংবাদ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে চলছে যাচাই-বাছাই। খুব শিগগিরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে। তবে সুপারিশের আগেই শিক্ষক পদপ্রত্যাশীদের জন্য হতাশাজনক খবর দিয়েছেন এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক।
এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সচিব জানিয়েছেন, কিছু বিষয়ে পদের চেয়ে প্রার্থী সংখ্যা অনেক বেশি। ফলে চাইলেও সব যোগ্য আবেদনকারীকে সুপারিশ করা সম্ভব নয়। আবার কিছু বিষয়ে বিপরীত চিত্র পদ থাকলেও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা কম। এতে ওইসব পদ শূন্যই থেকে যাবে।
সুপারিশ কবে করা হতে পারে এ প্রশ্নে সচিব জানান, আমরা টেলিটকের সঙ্গে আলোচনা করেছি এবং অল্প সময়ের মধ্যেই সকল ধরণের প্রক্রিয়া সম্পন্ন করে সুপারিশ দেওয়া হবে। যেহেতু এবার আবেদনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করতে হয়েছে, তাই সুপারিশে বেশি সময় লাগবে না।
গত ১৬ জুন প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে দেশের স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ১ লাখ ৮২২টি শূন্যপদের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন গ্রহণ চলে ২২ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত, আর ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এবারের নিয়োগে আবেদন করেছেন মোট ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী। এনটিআরসিএ সূত্র জানায়, এদের সবার আবেদন বৈধ হলেও অন্তত ৪২ হাজার ৯৮২টি পদ ফাঁকা থেকে যাবে। আবার অনেক আবেদনকারী যাচাই-বাছাইয়ে বাদ পড়তে পারেন। ফলে বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থেকেই যাবে, যা শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা