ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ভূমিসেবায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টির মাত্রা ক্রমেই বাড়ছে : উপদেষ্টা
.jpg)
অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন ভূমি ব্যবস্থাপনায় আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে সেবাগ্রহীতাদের সন্তুষ্টির মাত্রা ক্রমেই বাড়ছে।
রোববার (২০ জুলাই) রাজধানীর ভূমি ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ভূমি মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভূমিসেবায় কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। ভিডিও বার্তায় ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা আর জানান, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ প্রায় সব সেবা এখন শতভাগ অনলাইনে এবং ক্যাশলেস পেমেন্টের আওতায় আনা হয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা হচ্ছে।
তিনি আরও বলেন, ভূমিসেবার মান বাড়াতে সঠিক ও সময়োপযোগী জরিপ ও সেটেলমেন্ট প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। নির্ভুল জরিপের মাধ্যমে জনগণ আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবে।
তিন দিনব্যাপী মেলায় ১৯টি স্টলে ভূমি-সংশ্লিষ্ট বিভিন্ন ডিজিটাল সেবা সরাসরি প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গত ১৫ বছরে দেশে কিছু ডিজিটাল আইল্যান্ড তৈরি হয়েছে। এখন প্রয়োজন এসবকে একসূত্রে গাঁথা এটাই হবে পরবর্তী ধাপের ডিজিটাল রূপান্তর।
তিনি বলেন, ভবিষ্যতে জিপিএস ও জিও-ফেন্সিং প্রযুক্তির মাধ্যমে ভূমি জরিপ পরিচালিত হবে। জমির মালিকেরা চাইলে গুগল আর্থে সরাসরি জরিপ কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। এতে মালিকানা, ম্যাপ, মামলা ও রাজস্ব সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে একক ডিজিটাল প্ল্যাটফর্মে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?