ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউ তুলে নিয়ে ১৪৪ ধারা জারি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২০ ১৩:৪৬:৫৮
গোপালগঞ্জে কারফিউ তুলে নিয়ে ১৪৪ ধারা জারি

সহিংস পরিস্থিতির পর গোপালগঞ্জে কারফিউ তুলে নিয়ে এবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে এই ধারা কার্যকর হয়েছে এবং তা রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, শনিবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ রোববার ভোরে তুলে নেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৪৪ ধারা চলাকালীন জেলায় সব ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।

রোববার (২০ জুলাও) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের মধ্য থেকে কারফিউর ভীতি কিছুটা কমেছে। জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হতে শুরু করেছে এবং দোকানপাটও ধীরে ধীরে খুলছে। তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক এখনও কাটেনি।

শহরের প্রধান সড়কগুলোতে সেনাবাহিনীর এপিসি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। রাতেও জেলাজুড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে ব্যাপক সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করেন, যা নিরাপত্তার স্বার্থে কয়েক দফায় বাড়ানো ও শিথিল করা হয়। সর্বশেষ, রোববার ভোর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত