ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
গোপালগঞ্জে কারফিউ তুলে নিয়ে ১৪৪ ধারা জারি

সহিংস পরিস্থিতির পর গোপালগঞ্জে কারফিউ তুলে নিয়ে এবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২০ জুলাই) ভোর ৬টা থেকে এই ধারা কার্যকর হয়েছে এবং তা রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে, শনিবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ রোববার ভোরে তুলে নেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৪৪ ধারা চলাকালীন জেলায় সব ধরনের সভা, মিছিল ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি সেবাসমূহ এই আদেশের আওতামুক্ত থাকবে।
রোববার (২০ জুলাও) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের মধ্য থেকে কারফিউর ভীতি কিছুটা কমেছে। জীবিকার তাগিদে মানুষ ঘর থেকে বের হতে শুরু করেছে এবং দোকানপাটও ধীরে ধীরে খুলছে। তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক এখনও কাটেনি।
শহরের প্রধান সড়কগুলোতে সেনাবাহিনীর এপিসি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে। রাতেও জেলাজুড়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে ব্যাপক সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করেন, যা নিরাপত্তার স্বার্থে কয়েক দফায় বাড়ানো ও শিথিল করা হয়। সর্বশেষ, রোববার ভোর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু