ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
জুলাই-আগস্টের গণহত্যা
সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যসহ ৩৯ জন উচ্চপদস্থ ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই ৩৯ জনের মধ্যে সাবেক মন্ত্রী, আমলা ও পুলিশ কর্মকর্তারাও রয়েছেন।
পৃথক সাতটি মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি ও নির্বিচারে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠে। এই আন্দোলনের জের ধরেই গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পরবর্তীতে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টের ঘটনাসমূহে মানবতাবিরোধী অপরাধের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, গত বছরের ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে এবং চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন। তারই অংশ হিসেবে আজ ৩৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু