ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৮ ১২:১৪:৪৭
বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত বিভাগগুলোতে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তারও বেশি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া টানা বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত