ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ছয়, মৃত্যু এক

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ জুলাই ০৫ ১৭:৩০:৩৩
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ছয়, মৃত্যু এক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে আরও ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মোট ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়, যাদের মধ্যে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়। চলতি বছর করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬২৯ জন, আর এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জনে।

এ বছর করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে এবং দেশের মোট মৃত্যু সংখ্যা এখন ২৯ হাজার ৫২৩ জন। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় দুই দশমিক ৫১ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত