ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
প্রতীক পরিবর্তন করে শাপলা চেয়েছে আরেক দল

দলীয় প্রতীক পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে নাগরিক ঐক্য। কেটলির পরিবর্তে শাপলা বা দোয়েল প্রতীক চাওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ বুধবার (০২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার।
তিনি বলেন, "গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।"
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন। দলটি শুরু থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গত বছরের ২ সেপ্টেম্বর নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। সে সময় দলটির জন্য ‘কেটলি’ প্রতীক বরাদ্দ করা হয়। যদিও তখনও দলটির পক্ষ থেকে প্রতীক হিসেবে ‘শাপলা’ চাওয়া হয়েছিল। তবে জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় নির্বাচন কমিশন সেটি বরাদ্দ দেয়নি।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। গত ২২ জুন দলটি নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করে। শাপলা ছাড়াও দলের প্রতীক হিসেবে কলম ও মোবাইল চেয়েছে এনসিপি।
প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, "দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার বিষয়ে তারা আশাবাদী।" তিনি আরও বলেন, "প্রতীক হিসেবে শাপলা পাবে বলে আশা করে এনসিপি। শাপলা জাতীয় ফুল হলেও প্রতীক হিসেবে পেতে কোনো বাধা নেই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!