ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা আজ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০২ ১১:০৪:২৮
এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা আজ

জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে না কমবে তা জানা যাবে আজ বুধবার (২ জুলাই)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানানো হবে আজ বিকেল ৩টায়।

এর পাশাপাশি একই সময়ে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ জুন এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়। একই দিন অটোগ্যাসের দামও ১ টাকা ২৭ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা (মূসকসহ) করা হয়।

চলতি মাসে দাম বাড়বে নাকি কমবে—সেই প্রতীক্ষার অবসান হবে আজ বিকেলে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত