ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

গাজায় চলমান সংঘাত বন্ধে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল—এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে এই যুদ্ধবিরতির সময়সীমার মধ্যেই সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে স্থায়ী শান্তির পথে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বুধবার (২ জুলাই) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে সম্মতি জানিয়েছে। এই সময় আমরা একটি স্থায়ী শান্তিচুক্তির জন্য সব পক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করব।”
তিনি আরও উল্লেখ করেন, “কাতার ও মিসর শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করেছে এবং তারাই এই প্রস্তাবের চূড়ান্ত রূপ দেবে। আমি আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে—কারণ এটা না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ট্রাম্প দুই পক্ষকেই সন্তুষ্ট রাখতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে আরব মধ্যস্থতাকারী দেশগুলো—বিশেষ করে কাতার ও মিসর—হামাস ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য দূর করতে কাজ করে যাচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, “আমাদের সামনে একটি সম্ভাবনা রয়েছে। জেরুজালেম থেকে চুক্তির সম্ভাবনার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমরা এই অঞ্চলে একটি নতুন বাস্তবতা গঠনের জন্য রক্তপাতের মূল্য দিচ্ছি।”
তিনি আরও বলেন, “ইসরায়েল ‘আব্রাহাম চুক্তি’র আওতায় শান্তি ও স্বাভাবিকীকরণের পরিধি বাড়াতে চায়। আমরা সিরিয়া ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোকেও এই শান্তির বৃত্তে যুক্ত করতে আগ্রহী। একইসঙ্গে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ণ রাখাও আমাদের অগ্রাধিকার।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে এই অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় যুক্ত ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই প্রস্তাবের দিকেই ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে।
তবে এই আলোচনায় দীর্ঘদিন অগ্রগতি ছিল না। কারণ ইসরায়েল চায় যুদ্ধবিরতির মেয়াদ শেষে গাজায় আবারও সামরিক অভিযান চালানোর অধিকার যেন তাদের থাকে। আর হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া তারা কোনো অস্থায়ী বিরতিতে যাবে না।
তথ্য : আলজাজিরা, ফক্স নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা