ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ডেনমার্কের শিথিল ভিসা নীতিতে ১৬ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ জুলাই ০১ ২০:২৫:৩৮
ডেনমার্কের শিথিল ভিসা নীতিতে ১৬ দেশ, তালিকায় নেই বাংলাদেশ

ডেনমার্ক সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরের ১৬টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট নীতিমালা শিথিল করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এই দেশগুলোর যেকোনো নাগরিক যদি বছরে ন্যূনতম তিন লাখ ড্যানিশ ক্রোনা (প্রায় ৫৫ লাখ ৫০ হাজার টাকা) বেতনের চাকরির অফার পান, তাহলে সহজেই ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন।

সোমবার (৩০ জুন) ডেনমার্কের কর্মসংস্থানমন্ত্রী অ্যানে হ্যালসবয় ইয়োনসেন এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। তিনি বলেন, “এই নীতিমালা ড্যানিশ শ্রমবাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।”

এর আগে ডেনমার্কে কাজের ভিসার জন্য বছরে অন্তত পাঁচ লাখ ১৪ হাজার ড্যানিশ ক্রোনার চাকরি প্রয়োজন হতো। নতুন নিয়মে বেতনের শর্ত অনেকটা শিথিল করায় বিদেশি কর্মীদের জন্য সুযোগ বাড়ছে।

তবে বাংলাদেশের জন্য এই উদ্যোগে কোনো সুখবর নেই। ঘোষিত ১৬টি দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যদিও এশিয়ার চীন, জাপান, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলো তালিকায় রয়েছে।

অনেকে প্রশ্ন তুলেছেন—তালিকায় বাংলাদেশের নাম নেই কেন? বিশ্লেষকদের মতে, ডেনমার্ক সরকারের মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি কিছুটা নেতিবাচক মনোভাব এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে। যদিও এ বিষয়ে ড্যানিশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ঘোষিত ১৬টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, ভারত, মালয়েশিয়া, ব্রাজিল, ইউক্রেন, মলদোভা, আলবেনিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া এবং মন্টেনিগ্রো।

এ বিষয়ে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের মিনিস্টার মুহাম্মদ সাকিব সাদাকাত জানিয়েছেন, এখন পর্যন্ত তাঁর কাছে এ নিয়ে বিস্তারিত তথ্য আসেনি।

এদিকে, ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোজ জানিয়েছেন, ভবিষ্যতে যদি দেশটির শ্রমবাজারে সংকট দেখা দেয় বা বেকারত্ব বাড়ে, তাহলে এই শিথিল নীতিমালা স্থগিত করা হতে পারে। কারণ, দেশটির নিজস্ব নাগরিকদের মধ্যেও এখনও অনেকেই কাজের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে ডেনমার্কে প্রায় চার লাখের বেশি বিদেশি কর্মী কর্মরত রয়েছেন। নতুন নীতির মাধ্যমে সেই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত