ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
গা'জা মৃ'ত্যুর ফাঁদ: ত্রাণ সামগ্রীতে নে'শার বিষ!
.jpg)
মৃত্যুপুরী গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনিদের জাতিগত নিধনে নিত্যনতুন ফাঁদ পাতছে দখলদার দেশটি। এবার উঠে এল ভয়ঙ্কর এক তথ্য। ত্রাণের নাম করে ক্ষুধার্ত মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর সেনারা। গুলি চালানোয় তাদের নির্যাতন থেমে যাচ্ছে না।
এবার গাজাবাসীদের হত্যা করার জন্য ত্রাণের বস্তায় নেশাজাতীয় বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি সহায়তা কেন্দ্র থেকে বিতরণকৃত আটার বস্তায় অক্সিকোডন (আফিম জাতীয়) নামের এক ভয়ংকর মাদক ট্যাবলেট পাওয়া গেছে যা মানব মৃত্যুর কারণ হতে পারে।
গাজার সরকারি মিডিয়া অফিস আরও বলেছে, ‘আমরা এখন পর্যন্ত চারজন নাগরিকের সাক্ষ্য পেয়েছি। যারা এই নেশার ট্যাবলেট আটার বস্তায় খুঁজে পেয়েছেন।' গাজা কর্তৃপক্ষ সতর্ক করেছে, ‘কিছু বস্তায় এই মাদক গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয়েছে।’
অক্সিকোডন হলো একটি ওষুধ, যা সাধারণত ক্যানসার রোগীদের দীর্ঘমেয়াদি তীব্র ব্যথা কমাতে ব্যবহৃত হয়। তবে এটি অত্যন্ত আসক্তিকর এবং প্রাণঘাতীও হতে পারে। এই ওষুধ সেবনের ফলে শ্বাসকষ্ট, মানসিক বিভ্রম এবং মৃত্যুর ঝুঁকিও থাকে।
ঘটনাটি প্রকাশ পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আটার বস্তার মধ্যে থাকা মাদক ট্যাবলেটের ছবি ছড়িয়ে পড়েছে।
গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটি ‘গণহত্যার সবচেয়ে ঘৃণ্য রূপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
অন্যদিকে গাজার চিকিৎসক খালিল মাজেন আবু নাদা ফেসবুকে লিখেছেন, "এই মাদকের মাধ্যমে আমাদের সমাজকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা চলছে।"
গাজার মিডিয়া অফিস ইসরাইলকে এই ভয়াবহ অপরাধের জন্য পুরোপুরি দায়ী করে বলেছে, "ইসরাইল অবরোধের সুযোগ নিয়ে সহায়তার নামে এইসব মাদক গাজায় পাচার করছে। যা আসলে সহায়তা নয়, মৃত্যু ফাঁদ।"সূত্র: মিডল ইস্ট আই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর