ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আপিল বিভাগের রায়ের পর নগদে প্রশাসনিক পুনর্বিন্যাস

মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। একই সঙ্গে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
নতুন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক ড. নিয়াজ আসাদুল্লাহকে। পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট ও ব্যাংকিং রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ কবির, ব্যারিস্টার তানিম হোসাইন শাওন, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এইচ এম বাররু সানি।
এর আগে, ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। এরপর এক নিরীক্ষায় বড় ধরনের আর্থিক অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করা হয়, যার ফলে প্রতিষ্ঠানটির ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব গরমিল পাওয়া যায়।
সাবেক সরকারের সময়, নগদ একচেটিয়া সুবিধা পায় এবং সরকারি ভাতা বিতরণসহ গ্রাহক তৈরিতে নিয়ম বহির্ভূত কাজ করে। এসব অনিয়ম সংঘটিত হয় ক্ষমতাসীন দলের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ সম্পৃক্ততায়। এ ঘটনায় ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিইওসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক।
নগদে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হলেও পরে তা স্থগিত হয়। এই রায় প্রকাশের দিনই, ৭ মে, নগদের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের প্রতিনিধিদের কার্যক্রম বন্ধ করে দেন এবং নিজেরাই মামলার আসামি মো. সাফায়েত আলমকে সিইও হিসেবে নিয়োগ দেন। এরপর ১৩ মে বাংলাদেশ ব্যাংক ওই স্থগিতাদেশ আংশিক প্রত্যাহারের আবেদন জানায় এবং ১৪ মে তা চেম্বার আদালত থেকে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। ২ জুন আপিল বিভাগ নগদে প্রশাসক নিয়োগ স্থগিতের আদেশ বাতিল করে রায় দেয়, যার ফলে সরকার পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পায় এবং পর্ষদ পুনর্গঠন ও নতুন সিইও নিয়োগের পথ উন্মুক্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ