ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
মালয়েশিয়া প্রবাসী ১৯০ বাংলাদেশি কর্মীর গুরুতর ৩ অভিযোগ
মালয়েশিয়ায় কর্মরত প্রায় ১৯০ বাংলাদেশি শ্রমিক তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন। তারা জানান, প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি মানছে না, নিয়মিত হুমকি দিচ্ছে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
কর্মীদের ভাষ্যমতে, সেফটি ইনচার্জ তাদের অজ্ঞাত চুক্তিতে সই করাতে গিয়ে হুমকি ও অপমান করেছেন। এছাড়াও রয়েছে ভিসা জটিলতা, চিকিৎসায় অবহেলা এবং আর্থিক প্রতারণার অভিযোগ। ২৪ জুন এক বৈঠকে এসব সমস্যা তুলে ধরা হলেও কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।
তারা জানান, গত ১৪ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়া সফরে এসে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন এবং সমাধানের আশ্বাস দেন। কিন্তু এরপর থেকেই শুরু হয় কর্মীদের ভিসা বাতিলের প্রক্রিয়া যা নিয়ে কর্মীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
কর্মীরা বলেন, ১৫ জুনের মধ্যে ভিসা পাওয়ার কথা থাকলেও এখনো ৯০ জনের বেশি কর্মী তা পাননি। এমনকি একজন অসুস্থ কর্মী মেডিকেল পরীক্ষায় 'ফিট' সনদ থাকা সত্ত্বেও দেশে ফেরত পাঠানো হয়েছে, কোনো ক্ষতিপূরণ বা ন্যায়সঙ্গত প্রক্রিয়া ছাড়াই।
রিক্রুটমেন্ট ফি বিষয়ে অভিযোগ করে তারা বলেন, নির্ধারিত ২৮ হাজার রিঙ্গিতের পরিবর্তে মাত্র ১৮ হাজার রিঙ্গিত আদায় করেছে নিয়োগদাতা যা তারা প্রতারণা হিসেবে দেখছেন। সম্প্রতি এক বৈঠকে প্রতিনিধিদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে—শুধু কর্মীদের হয়ে কথা বলায়।
বাংলাদেশ হাইকমিশনে ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ও সম্মানজনক সমাধান না এলে তারা আইনি ও আন্তর্জাতিক মাধ্যমে বিষয়টি উত্থাপন করবেন।
তাদের দাবি:
চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন
ভিসা জটিলতা সমাধান
সম্পূর্ণ রিক্রুটমেন্ট ফি প্রদান
নিরাপত্তা ও মানবিক আবাসন নিশ্চিতকরণ
চলমান পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ প্রবাসীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস