ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জার্মানির প্রশংসা করে যা বললেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ২৫ ২২:৪৭:২০
জার্মানির প্রশংসা করে যা বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জার্মানি আমাদের উন্নয়নের একটি নির্ভরযোগ্য অংশীদার।”

আজ বুধবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে তার সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, "জার্মানি আমাদের উন্নয়নযাত্রার নির্ভরযোগ্য অংশীদার।"

বিদায়ী জার্মান রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশে তার সময়কাল সম্পর্কে আবেগভরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আমার কর্মজীবনে অনেক আকর্ষণীয় পোস্টিং ছিল, তবে বাংলাদেশ সত্যিই অনন্য। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ছিল অভূতপূর্ব, আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিয়ে বিদায় নিচ্ছি।"

রাষ্ট্রদূত আরও বলেন, "বিনিয়োগ সম্মেলন ছিল একটি ভালো উদ্যোগ। আমি বাংলাদেশের জন্য শুভ কামনা জানাই এবং আশা করি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারপ্রক্রিয়া সফল হবে। পাশাপাশি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আমি আশাবাদী।"

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে জার্মানির গুরুত্ব তুলে ধরে বলেন, "ইউরোপে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটি যে অব্যাহত উন্নয়ন সহযোগিতা দিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়।"

তিনি বিশেষভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জার্মানির মানবিক অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, "সংকটময় মুহূর্তে বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আপনার দেশের অব্যাহত সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।"

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, "আপনার বিদায়ের পরও আমরা আপনার মতামত শুনতে চাই, তা ইতিবাচক হোক অথবা সমালোচনামূলক। কারণ আপনার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু হিসেবে বিবেচনা করি।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত