ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত

২০২৫ জুন ২৫ ১৭:৫১:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদারে আজ থেকেই টিএসসি ও ভিসি চত্বর এলাকায় সার্বক্ষণিকভাবে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে প্রক্টরিয়াল টিমের পাশাপাশি পুলিশের টহলও চলবে নিয়মিতভাবে।

আজ বুধবার (২৫ জুন) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বর্তমান নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে টিএসসি ও ভিসি চত্বরে পুলিশের উপস্থিতি এবং প্রধান সড়কগুলোতে টহল ব্যবস্থা আজ থেকেই কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়, 'গত ১৬ জুন কাটাবনে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় মো. তামিম (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।'

জানা যায়, তামিম ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামানের অনুসারী।

শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশও আলাদাভাবে তদন্ত পরিচালনা করছে। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

এদিকে গতকাল রাজু ভাস্কর্যের কাছে পটকা ফাটানোর ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে তৎপর রয়েছে।

এছাড়া একই দিনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর মধ্যে একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত