ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
শেয়ারবাজারে আরেক ধাপ উন্নতি, সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী

সপ্তাহের ৪র্থ কার্যদিবস আজ বুধবার (২৫ জুন) আরও এক ধাপ উন্নতি হয়েছে দেশের শেয়ারবাজারের। গত দুই কার্যদিবসের ধারাবাহিকতায় আজও সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। ধারাবাহিক উত্থানের কারণে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। এ ধারা অব্যহত থাকলে খুব শিগগিরই শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যহত থাকে। সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। তবে সূচক কমার চেয়ে বৃদ্ধির প্রবণতা বেশি ছিল। এরফলে দিনশেষে সবগুলো সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (২৫ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৭.৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৫.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬.০৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৯০.০৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯৫টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬২.৬৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৯.৩৭ পয়েন্ট বেড়েছিল।
বাজার সংশ্লিষ্টদের মতে, ধারাবাহিকভাবে যেভাবে সূচক বাড়ছে, এটি অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ক্রমাগত বাড়বে। এই মুহুর্তে বাজার মনিটরিং জোরদার করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ পদক্ষেপ নিতে হবে। যাতে কেউ বাজারের গতি মাঝ পথে থামিয়ে দিতে না পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার