ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

লাইফ বীমা নির্বাহীদের সঙ্গে বিআইএ’র মতবিনিময় বুধবারে

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ জুন ২৩ ১৮:৪৯:২৮
লাইফ বীমা নির্বাহীদের সঙ্গে বিআইএ’র মতবিনিময় বুধবারে

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) লাইফ বীমা খাতের সকল কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করবে। আগামী ২৫ জুন (বুধবার) রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে সন্ধ্যা ৭টায় এই সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন বীমা মালিকদের সংগঠন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। এ সংক্রান্ত একটি চিঠি গত ৪ জুন সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নির্বাহী কমিটি বীমা শিল্পের সার্বিক বিষয় নিয়ে দেশের সব লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে আলাদাভাবে এবং পরে যৌথভাবে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এই সিদ্ধান্ত নেওয়া হয় বিআইএ’র নির্বাহী কমিটির ২২৪তম সভায়, যা অনুষ্ঠিত হয় গত ২৭ মে। সভার সেই সিদ্ধান্ত অনুযায়ীই মুখ্য নির্বাহীদের সঙ্গে এবারের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বীমা খাতের জন্য সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে চিঠিতে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত