ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
থানায় থাকা ট্রাংকে পাওয়া গেল এইচএসসির প্রশ্নপত্র

নওগাঁর ধামইরহাট থানায় হেফাজতে রাখা একটি সিলগালা ট্রাংকের তালা ভেঙে পাওয়া গেছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ জুন) তবে তা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে।
ঘটনার পর শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, থানায় রাখা ট্রাংকের দুটি তালা ভাঙা এবং ভিতরে রাজশাহী শিক্ষাবোর্ডের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। কিছু প্রশ্নপত্র ছেঁড়া আবার কিছু অক্ষত রয়েছে।
এ বিষয়ে থানার ওসি আবদুল মালেক গণমাধ্যমকর্মীকে বলেন, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হন। এ মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্রাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করে।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, আমি বৃহস্পতিবার ঢাকায় ছিলাম। আমার পরিবর্তে শহরের কে.ডি সরকারি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে ছিলেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সার্কেলসহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত করে জেলা প্রশাসক স্যারকে তদন্ত প্রতিবেন জমা দেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। তবে তদন্ত প্রতিবেন জমা দেওয়ার যদিও নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি। তারপরও যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেন জমা দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল গণমাধ্যমকর্মীকে বলেন, থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশ্নপত্রের বাক্সের তোলা কোনোভাবেই খোলা থাকার কথা নয়। এটা তো একটা অঘটন ঘটেছে।
এ ছাড়া বাক্স থেকে প্রকৃত পক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনার যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, যে প্রশ্নপত্র চুরি বা ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে তা ইসলামের ইতিহাস বিষয়ের। বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডের প্রধানকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি