ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
রাজনৈতিক অঙ্গনে নতুন দলের আত্মপ্রকাশ

জুলাই বিপ্লবের আত্মত্যাগ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 'বাংলাদেশ রিপাবলিকান পার্টি' (বিআরপি) নামে একটি দল রাজনীতিতে নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করে।
শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে দলটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পবিত্র জুমআ'র পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুসের পঠিত ঘোষণাপত্রে বলা হয়, 'সবার উপরে দেশ-এই মূলমন্ত্র সামনে রেখে আজ আমাদের যাত্রা শুরু। বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। ঐতিহাসিক ৪৭, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায় ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা এই দল গঠন করেছি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাভিত্তিক সম্পর্কই হবে আমাদের পররাষ্ট্রনীতি।'
পরবর্তীতে, শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি রিপাবলিকান পার্টির ২৮ সদস্যের আংশিক কমিটির নাম প্রকাশ করেন।
কমিটির সদস্যরা হলেন, সভাপতি লে. কমা. মো. মেহেদী হাসান (অব.), সিনিঃ সহ-সভাপতি সাঈদ আলী সিকদার, সহ-সভাপতি ক্যাপ্টেন শফিকুল ইসলাম (অব.), সহ-সভাপতি লে: কর্নেল ইমরান (অব.), সহ-সভাপতি মো. আয়াজ আহমেদ,সহ-সভাপতি - এ্যাড. মো নাসিম উদ্দিন মো. বায়েজিদ, সাধারণ সম্পাদক - মেজর মো. রাজিবুল হাসান (অব:), যুগ্ম সাধারণ সম্পাদক - লে. সাইফুল্লাহ খান (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক - সাজাদ হোসেন ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক- মো. আহসানুল্লাহ।প্রধান উপদেষ্টাঃ মো. সেলিম প্রধান,সাংগঠনিক সম্পাদক মেজর রাকিবুল হাসান (অব.), সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মঞ্জুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, সহ-সাংগাঠনিক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহিম রনি, সহ-সাংগঠনিক সম্পাদক- ইঞ্জিঃ কামরুল হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: অলিদ আহমেদনারী ও শিশু বিষয়ক সম্পাদক- আনিকা তাসনীম খান, সহ-সম্পাদক মৌসুমী আত্মার সুমি, শ্রম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসাইন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মেজর শাহেদুল ইসলাম (অব.), সহ-সম্পাদক সহঃ পরিচালক মোঃ জহিরুল হক (অব.), দুর্ভোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সম্পাদক মোছা: শারমিন আক্তার মুক্তা, শিক্ষা বিষয়ক সম্পাদক- মো. রাহুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক- ডাঃ সৌরভ চন্দ্র মজুমদার।
রিপাবলিকান পার্টির নব্য-নিযুক্ত সভাপতি লে: কমান্ডার মেহেদী হাসান বলেন, 'আমরা বাংলাদেশী জাতিয়তাবাদী চেতনায় বাংলাদেশপন্থী রাজনীতি করতে এসেছি। অভ্যুত্থানের দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও এখনো জুলাই হত্যার সাথে জড়িতদের বিচার হয়নি। অর্ন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত জুলাই সনদ প্রকাশ করতে পারেনি। আজকে বলে দিতে চাই, যতদিন পর্যন্ত এই সরকার নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ প্রকাশ না করবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আমরা কাজে বিশ্বাসী, কথায় না। সবশেষে, জানিয়ে দিতে চাই, দেশ সংস্কারের যেকোনো কাজে আমরা অন্তর্বর্তী সরকার ও জনগনের পাশে আছি।'
দলটির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান জানান, 'দেশে এখন যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজের সাথে জড়িত তাদেরকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। আমাদের পার্টির পক্ষ থেকে সব ধরনের অন্যায় এর বিপক্ষে আমরা শক্ত অবস্থানে আছি সেটা দেশের যে রাজনৈতিক দল এর বিপক্ষেই হোক না কেন।'
জুলাই অভ্যুত্থানে শহিদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) এর বাবা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, 'আমার ছেলে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহিদ হয়েছে। এই আন্দোলনে আমার ছেলের মতো অনেক ছোট বাচ্চারা শহিদ হয়েছে। তাই বলতে চাই, বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দল, যারাই জুলাইয়ের পক্ষে কাজ করবে আমরা তাদের সাথে আছি।'
এছাড়া, উপস্থিত শহিদ আনাসের পিতা-মাতা তাঁদের বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত যতদ্রুত সম্ভব জুলাই হত্যায় জড়িতদের বিচার করা। 'হত্যায় জড়িতদের বিচার না হলে সরকারকে জানিয়ে দিতে চাই। এখনো লক্ষ আনাস প্রতি ঘরে আছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার