ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

এবার ইরান ইস্যুতে মুখ খুললেন কিম জং উন

২০২৫ জুন ১৯ ১০:২৭:০৬

এবার ইরান ইস্যুতে মুখ খুললেন কিম জং উন

ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলাকে ঘিরে মুখ খুলেছে উত্তর কোরিয়া ও চীন। সম্প্রতি উত্তর কোরিয়া কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে দায়ী করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, "গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইসরায়েলের সামরিক আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বেসামরিক মানুষের হত্যাকে মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করছে। এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক সংঘাতের আশঙ্কা তৈরি করছে।"

এদিকে চীন সরাসরি ইরানের পক্ষে কোনো সামরিক অবস্থান না নিলেও প্রেসিডেন্ট শি জিনপিং কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার (১৭ জুন) এক টুইটে তিনি লেখেন, "বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়া এগিয়ে যেতে পারে। ক্ষমতা কমে, প্রভাব স্থানান্তরিত হয়। অতীতে বহু সাম্রাজ্য পতিত হয়েছে দেরিতে শেখার কারণে। আমেরিকাও সম্মান হারালে তেমন পরিস্থিতির মুখোমুখি হবে। বিশ্ব কিন্তু থেমে থাকবে না।"

এই প্রতিক্রিয়াগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ইরান ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কূটনৈতিক সাড়া পড়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত