ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া, রাজি নয় ইসরায়েল
চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে তেলআবিব বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ চায় না বলে জানিয়েছে। মঙ্গলবার ক্রেমলিনের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।
পেসকভ বলেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া শান্তি আলোচনার জন্য প্রয়োজন হলে মধ্যস্থতাকারী হতে প্রস্তুত।” তবে তিনি আক্ষেপ করে বলেন, “আমরা ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। তারা কোনো শান্তিপূর্ণ সমাধানের পথেও হাঁটতে চায় না।”
সম্প্রতি ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা শুরু করেছে। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দিতেই এই অভিযান। তবে ইরান এ অভিযোগ নাকচ করে দিয়েছে এবং পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত পাঁচ দিনে তাদের ২২৪ জন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ। তেহরান এরপর হতাহতের নতুন কোনো সংখ্যা প্রকাশ করেনি।
অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলের ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
এই সংঘাতের মধ্যেই রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো তা গ্রহণ করতে নারাজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়া এখন কোনো আন্তর্জাতিক সংকটে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না।
উল্লেখ্য, গত কয়েক বছরে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গেও তাদের যোগাযোগ দৃঢ়। এমন পরিপ্রেক্ষিতে মস্কো নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি