ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ফের ই'সরায়েলে ইরানের হা'মলা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৬ ২৩:২৫:৪১
ফের ই'সরায়েলে ইরানের হা'মলা

ইসরায়েলি দখলদার বাহিনীকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। সোমবার (১৬ জুন) রাতে এই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তরের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছোড়া মিসাইলগুলো ভূপাতিত করার প্রচেষ্টা চলছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের বোমা শেল্টার বা নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান আবারও অল্প সংখ্যক মিসাইল নিক্ষেপ করেছে। তবে এসব মিসাইল পুরোপুরি ভূপাতিত করা সম্ভব হয়েছে কি না, তা স্পষ্টভাবে জানায়নি তারা।

এদিকে জরুরি সেবাদানকারী সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত