ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
তেলআবিবের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলল ইরান
ইসরায়েলের তেলআবিব শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তেলআবিব দ্রুত খালি করতে বলেছে বাহিনীটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাজধানী তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের সতর্ক করে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানায়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইডিএফের মুখপাত্র আভিচাই আদরায়ি এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমরা তেহরানের ওই এলাকায় অভিযান চালানো হবে, যেমন গত কয়েকদিনে শহরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও জানান, 'ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হবে।'
সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কিছুক্ষণ আগেই এই হামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারে সংক্ষিপ্ত একটি ঘোষণায় জানানো হয়, ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে হামলার বিস্তারিত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হয়ে যাবে।” তার এই বক্তব্যের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, “ইরানের প্রচারযন্ত্র এবং উসকানির মেগাফোন অদৃশ্য হতে চলেছে।”
এছাড়া ইসরায়েল ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরের একটি হাসপাতালেও হামলা চালিয়েছে। এতে হাসপাতালটির একটি অংশের ছাদ ধসে পড়ে এবং কয়েকজন রোগী আহত হন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।
ইরানের ফারস ও তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একাধিক ভিডিওর বরাত দিয়ে সিএনএন বলেছে, 'হামলায় কেরমানশাহে ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়েছে। এ ছাড়াও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভিডিওচিত্র যাচাই করেছে সিএনএন।'
তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ অভিযোগ করেন, "ইসরাইল ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।"
আল-জাজিরার খবরে বলা হয়, বাঘাই বলেন, "হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস বিচার করবে; এই (ইসরাইল) শাসনের মিত্র ও পক্ষ অবলম্বনকারীদের জন্য চিরস্থায়ী লজ্জা অপেক্ষা করছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস