ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
তেহরানের সংবেদনশীল এলাকায় ইস'রায়েলের হা'মলা
ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আবারও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–নিয়ন্ত্রিত ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে। একইসঙ্গে রাজধানীর পূর্বাঞ্চলেও একটি বড় বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এর আগে তেহরানের সরকারি ও সামরিক স্থাপনার আশপাশে বসবাসকারী নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়। তাদের এই সতর্কবার্তার কিছুক্ষণের মধ্যেই রাজধানীর পূর্ব ও পশ্চিমাংশে বিস্ফোরণ ঘটে।
তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের একটি নির্দিষ্ট এলাকা 'ডিস্ট্রিক্ট থ্রি' থেকে লোকজন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, তেহরানের উত্তরের ঘনবসতিপূর্ণ এলাকার পূর্বাংশে অবস্থিত এই জেলায় কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। যার মধ্যে ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন এবং জাতিসংঘের কার্যালয়ও আছে।
অত্যন্ত সংবেদনশীল ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রকৃত লক্ষ্য কী, তা এখনও স্পষ্ট নয়। তবে অঞ্চলটির বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, সেটিকে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত অন্তত ২২৪ জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস