ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ইরানকে আকাশপথে সহায়তায় চীন-রাশিয়া!

তেহরান ও তেলআবিবের মধ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে চীন ও রাশিয়া ইরানকে আকাশপথে সহায়তা করছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ফোরটিন। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহনে বেইজিং ও মস্কোর সহায়তা পাচ্ছে ইরান। এরইমধ্যে চীন ও রাশিয়া ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত শনিবার (১৪ জুন) ইরানের প্রতি বেইজিংয়ের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি চীনের প্রতিশ্রুতি অটল। তবে তিনি একইসঙ্গে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধানের আশা রয়েছে।
সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান:
ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র গত ৬ জুন ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দশ ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হংকংভিত্তিক হিরো কম্পেনিয়ন লিমিটেড, প্লজকম লিমিটেড ও কিনলার ট্রেডিং লিমিটেড।
অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান চীন থেকে হাজার হাজার টন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপাদান অর্ডার করেছে। সূত্রমতে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার পাশাপাশি নিজের সামরিক সক্ষমতা নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে।
সাম্প্রতিক সংঘাতের পটভূমি:
১২ জুন ভোরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। একই হামলায় ইরানের ছয়জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারান।
এই ঘটনার পর ইরান কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। পরবর্তীতে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে এবং সংকট আরও গভীরতর হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি