ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
ভারতে এবার যাত্রীবাহী হেলিকপ্টার বি-ধ্ব-স্ত
ভারতের উত্তরাখণ্ডে ফের একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পাইলট ও ছয়জন তীর্থযাত্রী রয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী ফেরার পথে। হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি একটি জঙ্গলে ভোর ৫টা ২০ মিনিটের দিকে ভেঙে পড়ে। মাত্র ১০ মিনিটের যাত্রাপথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আর্যন এভিয়েশনের মালিকানাধীন হেলিকপ্টারটি ওই সময় যাত্রী নিয়ে কেদারনাথ থেকে যাত্রা করেছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়া দুর্ঘটনার কারণ হতে পারে। হেলিকপ্টার নিখোঁজ হওয়ার পর স্থানীয় কয়েকজন বাসিন্দা গাছে ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি প্রশাসনকে জানান। পরে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়।
এনডিটিভি জানায়, নিহত তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে এসেছিলেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্সে (পূর্বের টুইটার) পোস্ট করে দুর্ঘটনার খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। উদ্ধারকাজে এসডিআরএফ ও প্রশাসনের দল নিয়োজিত রয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরের ২ মে কেদারনাথ মন্দির খোলার পর মাত্র ছয় সপ্তাহেই এটি হেলিকপ্টার সংক্রান্ত পঞ্চম দুর্ঘটনা। এর আগে ৭ জুন একটি হেলিকপ্টার প্রযুক্তিগত সমস্যার কারণে রাস্তায় জরুরি অবতরণে বাধ্য হয়। যদিও তখন প্রাণহানির ঘটনা ঘটেনি।
হিমালয়ের দুর্গম কেদারনাথে তীর্থযাত্রীদের যাতায়াতে হেলিকপ্টার পরিষেবা অত্যন্ত জনপ্রিয়। তবে সাম্প্রতিক দুর্ঘটনাগুলো এসব পরিষেবার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত