ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের ড্রোন হামলা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ১৪ ২৩:১২:৩০
ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের ড্রোন হামলা

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১৪ জুন) ছোট আকারের ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার পর গ্যাসক্ষেত্রটির একটি অংশে আগুন ধরে যায়। বর্তমানে স্থানীয় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত এই সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ মালিকানায় পরিচালিত হয়। এটি ইরানের গ্যাস উৎপাদন ও রপ্তানির অন্যতম প্রধান উৎস।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ড্রোনের মতো ছোট একটি উড়োজাহাজ থেকে গ্যাসক্ষেত্রটিকে নিশানা করে হামলা চালানো হয়। একই দিনে বোরুজার্দ, কাজভিন ও শিরাজের বেশ কিছু শিল্প কারখানাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। নিরাপত্তা আশঙ্কায় দেশজুড়ে বিমান চলাচল স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।

এছাড়া, ইসরায়েলের বিমান হামলায় ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) এবং ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, শুক্রবার থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রেড ক্রিসেন্টের একজন কর্মীও রয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত