ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
আয়রন ডোম ভেদ করে ইসরায়েলের ঘাঁটিতে ইরানি হামলা
ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু ‘আয়রন ডোম’ ভেদ করে রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এই ঘটনায় নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, ইসরায়েলের টানা বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়। ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী। এর পরপরই হামলার জবাবে তেহরান থেকে চালানো হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ, যা সংবাদমাধ্যম দ্য টাইমস যাচাই করেছে, তাতে দেখা যায়—তেল আবিবের কিরিয়া এলাকার প্রতিরক্ষা সদর দপ্তরের কাছাকাছি একটি ভবনে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। ভিডিওতে প্রথমে বিস্ফোরণের বিকট শব্দ, পরে আলোর ঝলক আর আগুনের গোলা দেখা যায়।
মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিও ফুটেজে ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু সেটি ব্যর্থ হয় এবং ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
প্রতিবেদনে আরও বলা হয়, কিরিয়া এলাকাটি তেল আবিবের অন্যতম কৌশলগত এলাকা, যেখানে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো অবস্থিত।
এ হামলার ঠিক একদিন আগে, শুক্রবার সকালে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। ইরানের দিক থেকে পাল্টা এই আঘাত পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস