ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৯ ১৩:২৯:৫২
দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ জুন) সকালে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ এবং ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১০ জুন) চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

বুধবার (১১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য বিভাগে ছড়ানো ছিটানো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসাথে চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেইসাথে দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত