ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
ঢাকা জেলায় রেমিট্যান্স আসে ৪৯%, বাকি জেলার যা অবস্থা
 
                                    চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই থেকে মে পর্যন্ত) বাংলাদেশে প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭৫০ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। এই সময়ে দেশের বিভিন্ন জেলার মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা জেলা থেকে—৯২৬ কোটি ১৩ লাখ ডলার। বিপরীতে, সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে লালমনিরহাট জেলা থেকে, মাত্র ২ কোটি ৪১ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলা ও বিভাগভিত্তিক তথ্য বলছে, দেশের আটটি বিভাগের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকেই এসেছে রেমিট্যান্সের সিংহভাগ। এই দুই বিভাগের রেমিট্যান্স মিলে দাঁড়িয়েছে দেশের মোট রেমিট্যান্স আয়ের ৭৬ শতাংশ। রংপুর ও ময়মনসিংহ বিভাগে এসেছে সবচেয়ে কম অর্থ।
বিভাগ অনুযায়ী প্রবাসী আয়ের চিত্রে দেখা গেছে, এককভাবে ঢাকা বিভাগ থেকে এসেছে মোট রেমিট্যান্সের ৪৯ শতাংশ। এর পরে রয়েছে চট্টগ্রাম (২৭ শতাংশ), সিলেট (৮.৮৬ শতাংশ), খুলনা (৪.৪৭ শতাংশ), রাজশাহী (৩.৪১ শতাংশ) এবং বরিশাল (প্রায় ৩ শতাংশ)। সবচেয়ে কম এসেছে রংপুর (১.৫৭ শতাংশ) ও ময়মনসিংহ (২ শতাংশ) বিভাগে।
জেলাভিত্তিক বিবরণ অনুযায়ী, প্রবাসী আয় গ্রহণে শীর্ষ পাঁচটি জেলা হলো:১. ঢাকা – ২১৩ কোটি ৮৭ লাখ ডলার২. চট্টগ্রাম – ২২৫ কোটি ডলার৩. কুমিল্লা – ১৪৪ কোটি ডলার৪. সিলেট – ১২৫ কোটি ডলার৫. নোয়াখালী – ৮৩ কোটি ডলার
অন্যদিকে, প্রবাসী আয়ে সবচেয়ে পিছিয়ে থাকা পাঁচটি জেলা হলো:১. লালমনিরহাট – ২ কোটি ৪১ লাখ ডলার২. রাঙামাটি – ২ কোটি ৪৬ লাখ ডলার৩. বান্দরবান – ২ কোটি ৪৮ লাখ ডলার৪. পঞ্চগড় – ৩ কোটি ডলার৫. ঠাকুরগাঁও – ৩ কোটি ৪৯ লাখ ডলার
মাসওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ, মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি এবং মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা আট মাস ধরে রেমিট্যান্স প্রবাহ দুই বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে, যেখানে মার্চে তা তিন বিলিয়নেরও বেশি হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বছরের শেষে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় আরও উচ্চমাত্রায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
 
                         
                     
             
             
             
             
             
             
             
             
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    -100x66.jpg)