ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
থানায় বিরাট কোহলির নামে অভিযোগ
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে উঠেছিল গোটা শহর। কিন্তু সেই উদযাপনেই ঘটে যায় মর্মান্তিক এক দুর্ঘটনা—পদদলনে প্রাণ হারান ১১ জন সমর্থক, আহত হন আরও অনেকে। এই ঘটনার জের গড়াল থানায় এবং এবার আলোচনায় উঠে এল দলের অন্যতম মুখ বিরাট কোহলির নাম।
সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় দায়ের করেছেন একটি অভিযোগ। তার অভিযোগে বলা হয়েছে, “বেঙ্গালুরু দলের জুয়ায় সম্পৃক্ততা এবং নির্দিষ্ট স্থানে ভিড় জমাতে উৎসাহ দিয়ে বিরাট কোহলি এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিত তৈরিতে মুখ্য ভূমিকা রেখেছেন। তাই আমরা অনুরোধ করছি কোহলি এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে এফআইআরের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।”
পুলিশ জানিয়েছে, কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন করে কোনো এফআইআর খোলা হবে না। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানান, “ইতিমধ্যেই দায়ের হওয়া একটি মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযোগ খতিয়ে দেখা হবে। বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে।”
ঘটনার পর চাপে পড়ে পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া নৈতিক দায় স্বীকার করে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেএসসিএ) দুই শীর্ষ কর্মকর্তা—সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম—পদত্যাগ করেছেন। নিজেদের দায়িত্বে ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন তাঁরা।
ঘটনার তদন্ত চলছে এবং সময়ই বলবে বিরাট কোহলিকে এই মামলায় কতটা দায়ী করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)