ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

রাতের ঢাকার নিরাপত্তায় থাকছে  ৫০০ পেট্রোল টিম

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুন ০৬ ১৩:১৯:৪২
রাতের ঢাকার নিরাপত্তায় থাকছে  ৫০০ পেট্রোল টিম

ঈদের ছুটিকে ঘিরে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিতে রাতের বেলা ৫০০টি এবং দিনের বেলা ২৫০টি পেট্রোল টিম মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, “ঈদের কোনো জামাতই নিরাপত্তার বাইরে থাকবে না। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ ঢাকার সকল ঈদগাহ ও মসজিদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিচারপতিগণ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঈদগাহে ৪টি পুরুষ ও ১টি নারী গেইটসহ মোট ৫টি প্রবেশপথ থাকবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায় এবং মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের প্রধান জামাতটি সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

এ বছর মহানগরীতে ১১৮টি ঈদগাহ ও ১৬২১টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিয়া, কাদিয়ানি এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে অতিরিক্ত ১১টি জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি জানিয়েছে, জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলবে। তিনটি প্রধান প্রবেশপথ—মৎস্য ভবন, প্রেস ক্লাব ও হাইকোর্ট মোড়ে থাকবে ব্যারিকেড ও তল্লাশি। আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রবেশ নিশ্চিত করা হবে।

নারীদের জন্য আলাদা নামাজের স্থান, প্রবেশপথ ও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে এসবির সুইপিং টিম, সিটিটিসির ডগ স্কোয়াড, ডিবি, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। নিরাপত্তা কার্যক্রম তদারকিতে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার আরও জানান, ঈদগাহ, বায়তুল মোকাররম ও অন্যান্য ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ক্রাইম বিভাগের সঙ্গে আয়োজকদের সমন্বয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একটিও ঈদ জামাত নিরাপত্তার বাইরে থাকবে না।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তার স্বার্থে তল্লাশিতে সহযোগিতা করুন। কোনো ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে আনবেন না। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান।” তিনি ঈদের ছুটিতে সবার নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন।

ঢাকা কিছুটা ফাঁকা থাকলেও নিরাপত্তার বিষয়ে কোনো ঢিলেঢালা মনোভাব নেই বলে জানিয়ে তিনি বলেন, “রাতে ৫০০ ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে। গাড়ি, ফুট ও মোবাইল পেট্রোলসহ চেকপোস্টে তল্লাশিও চলবে। অফিসারদের মাঠে দায়িত্ব দিয়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত