ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
হঠাৎ প্রকাশ্য দ্বন্দ্বে ইলন মাস্ক ও ট্রাম্প
.jpg)
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে সমালোচনা করে প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এ ঘটনার পর এবার আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন তারা।
বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, টেসলার সিইওর ওপর তিনি ‘ভীষণ হতাশ’। ট্রাম্পের এই মন্তব্যের পর মাস্ক বলেছেন ট্রাম্প ‘অকৃতজ্ঞ’।
ওভাল অফিসে জার্মান নেতার সঙ্গে বৈঠকের সময় ইলন মাস্কের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একের পর এক ব্যতিক্রমী কায়দায় ট্রাম্পকে আক্রমণ করতে থাকেন ইলন মাস্ক। বিভিন্ন পোস্টে প্রমাণ না দিয়েই মাস্ক দাবি করেন, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সরকারের কাছে থাকা অপ্রকাশিত ফাইলগুলোয় এ সংক্রান্ত তথ্য রয়েছে।
এ নিয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানিয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ইলনের মন্তব্য দুর্ভাগ্যজনক। তিনি ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে অসন্তুষ্ট, কারণ এতে তার প্রত্যাশিত নীতিমালা অন্তর্ভুক্ত হয়নি। প্রেসিডেন্ট এই ঐতিহাসিক বিলের দিকে মনোযোগ দিয়েছেন এবং দেশকে নতুন করে মহত্ত্বের পথে এগিয়ে নিতে চান।
এদিকে ইলন মাস্ককে নিয়ে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার প্রশাসন থেকে মাস্ককে সরে যেতে বলেন এবং মাস্কের কোম্পানি টেসলা ও স্পেসএক্সের সঙ্গে থাকা সরকারি সব চুক্তি বাতিলের হুমকি দেন। এর জেরে টেসলার শেয়ারদর একদিনে ১৪ শতাংশ কমে যায়।
এ পরিস্থিতিতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ ব্যানন বৃহস্পতিবার নিজের ‘ওয়ার রুম’ পডকাস্টে বলেন, মধ্যরাত হওয়ার আগেই স্পেসএক্সের কার্যক্রম ‘সিজ’ করা উচিত ট্রাম্পের। কারণ, এই প্রকল্পে ইলন মাস্ক মার্কিন সরকারের কাছ থেকে শত শত কোটি ডলার ভর্তুকি ও চুক্তি সুবিধা পাচ্ছেন। ব্যানন আরও মন্তব্য করেন, বাস্তব জগতের অর্থনীতি সম্পর্কে মাস্কের কোনো ধারণা নেই। তাই যদি ট্রাম্প সরকারের সঙ্গে মাস্কের সব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন, তবে তা মাস্কের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর