ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, জুলাইয়ে নতুন মাইলফলক
 
                                    চলতি বছরের জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ নতুন এক উচ্চতায় পৌঁছেছে। জুলাই মাসের প্রথম ৩০ দিনে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৮৯ লাখ ডলার দেশে এসেছে, যা অর্থনৈতিক বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমকে বলেন, জুলাই মাসে প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে।
আরিফ হোসেন খান আরও বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে প্রায় ৩২ শতাংশ প্রবাহ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, গত ৩০ জুলাই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ৯ কোটি ২০ লাখ ডলার, যা এই মাসের একক দিনে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। দেশের ইতিহাসে এটিই এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তির রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে। পাশাপাশি, টাকার মান রক্ষা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের নীতিগত সহায়তা, প্রণোদনা অব্যাহত রাখা এবং অবৈধ হুন্ডি চ্যানেল দমন করার মতো পদক্ষেপগুলো এই বৃদ্ধির পেছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে। আর্থিক খাতে লেনদেনের ডিজিটালীকরণ ও প্রবাসীদের কাছে সুবিধাজনক উপায়ে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, এই ধারা বজায় থাকলে বৈদেশিক আয় আরও বাড়বে এবং অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে খুব শিগগিরই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
 
                         
                    -300x200.jpg) 
             
             
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
             
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                     
                    