ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ঈদের আগের ৩ দিনে এসেছে ৭ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
আসন্ন শনিবার পালিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু কেনা, পরিবার-পরিজনের খরচ ও উপহার আদান-প্রদানের জন্য এই সময়ে দেশে বাড়তি অর্থের প্রয়োজন পড়ে। এই খরচ মেটাতে প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা প্রায় ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) ৭ হাজার ৪২৯ কোটি টাকার বেশি। এই বিপুল অঙ্কের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদকেন্দ্রিক বাজারকে করেছে প্রাণবন্ত।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহাকে ঘিরে পশু কেনাকাটা, পোশাক, উপহার এবং অন্যান্য পারিবারিক খরচের জন্য সাধারণত রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স কেবল প্রবাসীদের পরিবারের আয় বাড়ায় না, বরং সামগ্রিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদ উপলক্ষে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয় এবং নগদ অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়ে ব্যবসা-বাণিজ্যে গতি আনে।
সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের বৈধপথে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা পাঠানোর সুবিধা থাকায় অনেকেই হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেল বেছে নিচ্ছেন।
এর আগে, ২০২৪ সালের মে মাসে প্রবাসীরা ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়। টাকায় এর পরিমাণ ছিল ৩৬ হাজার ৫৩১ কোটি টাকারও বেশি। মে মাস শেষে দেশের প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
গত বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৩ সালের মে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২২৫ কোটি ডলার যেখানে ২০২৪ সালের মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৯৭ কোটি ডলারে—অর্থাৎ প্রায় ৩২ শতাংশ প্রবৃদ্ধি। চলতি বছরের মার্চে ঈদুল ফিতরের সময়, এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স।
২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে ধারাবাহিকভাবে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে প্রতি মাসে। মার্চ মাসে এই অঙ্ক তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এখন পর্যন্ত জুলাই থেকে ৩ জুন ২০২৫ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১১ কোটি ডলার যা আগের বছরের তুলনায় ২৯.৮ শতাংশ বেশি। আগের অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ হাজার ১৬৬ কোটি ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল