ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
দুদকের জালে সাবেক ১৫ মন্ত্রী-এমপি-সচিব, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ১৪ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সচিব এবং এক সাংবাদিকসহ তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশে মঙ্গলবার এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার, ভুয়া সনদে নিয়োগ, সরকারি অর্থ আত্মসাৎ ও প্রতারণাসহ বিভিন্ন গুরুতর দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে বর্তমানে অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদক আদালতকে জানিয়েছে, অভিযুক্তরা তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের মুখে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পরেই এই নিষেধাজ্ঞার আবেদন করা হয়।
যাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাদের মধ্যে রয়েছেন-
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয়সহ বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এবং তার স্ত্রী, সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান করা হচ্ছে।
সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে ৫৫ হাজারের বেশি রোহিঙ্গাকে ভোটার তালিকাভুক্ত করার অভিযোগে তদন্ত চলছে।
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি শাহীন চাকলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র অকার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন, মা আপেল রানী সাহা, ভাই প্রণব কুমার সাহা ও তপন কুমার সাহার বিরুদ্ধেও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক