ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

৭ ভারতীয় প্রক্সি বাহিনী নিহ’তের দাবি পাকিস্তানের

২০২৫ জুন ০৩ ২০:২৯:৩৩

৭ ভারতীয় প্রক্সি বাহিনী নিহ’তের দাবি পাকিস্তানের

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচি জেলার মাচ এলাকায় স্থাপিত বোমা (আইইডি) বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহতরা ‘ভারতের প্রক্সি বাহিনী’ ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে জড়িত ছিল। এর আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, এই হামলা চালিয়েছে ‘ভারতের প্রক্সি বাহিনী’।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, আজ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয়, “বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনী ফিতনা আল হিন্দুস্তানের সাতজন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।”

এর আগে আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের অবস্থানের তথ্যের ভিত্তিতে কাচি জেলার একটি নির্দিষ্ট এলাকায় গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালনা করা হয়। এ ঘটনার পর বিবৃতিতে বলা হয়, ‘অভিযান পরিচালনার সময় এক জায়গায় ‘ফিতনা আল হিন্দুস্তান’ সন্ত্রাসীদের অবস্থানে তীব্র গুলি বিনিময়ের পর পাঁচজন ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নিহত হয়। কালাত জেলার মারগান্ডের একটি এলাকায় পরিচালিত আরেকটি আইবিওতে সন্ত্রাসী আস্তানা ধ্বংস করা হয় এবং দুই সন্ত্রাসীকে সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।’

পাকিস্তান আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের অপরাধীদের এবং তাদের সহায়তাকারীদের বিচারের আওতায় আনার জন্য জাতি অটল।’

উল্লেখ্য, পাকিস্তান সরকার বেলুচিস্তানের সব ‘সন্ত্রাসী’ সংগঠনকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে অভিহিত করেছে। এটি পাকিস্তান সেনাবাহিনীর তৈরি একটি নতুন শব্দবন্ধ, যার মাধ্যমে ভারতের ওপর সন্ত্রাসবাদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। এই শব্দটি ব্যবহার করে সরকার ও সামরিক বাহিনী অভ্যন্তরীণ সমর্থন বাড়ানোর পাশাপাশি ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরতে চায়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত