ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
কালোটাকা সাদা করার সুযোগ রাখায় টিআইবির নিন্দা
.jpg)
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারের এই পদক্ষেপ দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত এবং এটি অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী।
তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত রাষ্ট্রসংস্কারের উদ্দেশ্যকে উপেক্ষা করে এবং দুর্নীতিকে উৎসাহিত করছে। বিশেষ করে, রিয়েল এস্টেট খাতে অবৈধ অর্থের মালিকদের অধিকতর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, যা সৎ উপার্জনকারীদের অধিকার ক্ষুণ্ন করবে।
ইফতেখারুজ্জামান বলেন, বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ থাকা সংবিধানের ২০(২) অনুচ্ছেদ লঙ্ঘন করে, যেখানে বলা হয়েছে অনুপার্জিত আয় অবৈধ হবে। তিনি সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে আবাসন খাত আরও দুর্নীতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
টিআইবি দ্রুত কালোটাকা সাদা করার দুর্নীতিবান্ধব সুযোগ বাতিলের পাশাপাশি কালোটাকার উৎস অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছে। এছাড়া, করব্যবস্থায় সমতা ও ন্যায় নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
ইফতেখারুজ্জামান আরো বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা ছিল বাজেটে পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতির বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকবে, যা কার্যত উঠে আসেনি।
তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নাগরিকত্ব পরিত্যাগ করেছে, তাদের সম্পদে কর ও জরিমানা আরোপের বিধান থাকা সত্ত্বেও এর বাস্তবায়ন নিয়ে কোনো পরিষ্কার পরিকল্পনা দেয়া হয়নি।
অবশেষে, রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে নীতি ও ব্যবস্থাপনার পার্থক্য, এবং এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কৌশল বাজেটে উল্লেখ না করাকে টিআইবি হতাশাজনক বলে মন্তব্য করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ২০ লাখ শেয়ার কিনলেন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার