ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
আজ ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসছেন। বৈঠকে রাষ্ট্র সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। রোববার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ বিকেল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ড. ইউনূসের সাম্প্রতিক জাপান সফরে দেশটিতে বাংলাদেশি বিনিয়োগ এবং কর্মী পাঠানোর বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। মাতারবাড়ি প্রকল্পে বড় আকারে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে জাপান এবং ২৯ মিলিয়ন ডলারের একটি মহাপরিকল্পনায় তারা উল্লেখযোগ্য অর্থায়ন করবে।
তিনি আরও জানান, জাপান ৫ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিতে চায় এবং কর্মী পাঠাতে প্রয়োজনীয় ভিসা জটিলতা দূর করতে আলোচনা হয়েছে। এছাড়া সফরে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৪১৮ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ লাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলারের সহায়তা।
রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, এ সংকট দ্রুত সমাধানে জাপান যেন আরও সক্রিয় হয়।
গুম কমিশন নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কমিশন দিন-রাত কাজ করছে এবং জাতিকে বিস্তারিত তথ্য জানানোর জন্য ধাপে ধাপে অগ্রসর হচ্ছে।
প্রেস সচিব আরও জানান, সংলাপে প্রধান উপদেষ্টা আলোচনার সূচনা করবেন এবং আলোচনা ঈদুল আজহার আগে ও পরে কয়েক দফায় চলবে।
সংলাপে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সবসময় সংস্কারের পক্ষে। তারেক রহমান আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। সংলাপে আমরা অংশ নেব এবং চাই সব দল একমত হয়ে নির্বাচনমুখী হোক।’
বিএনপি সূত্র জানায়, তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজকের সংলাপে অংশ নেবে। প্রথম দফার আলোচনায় যা যা সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে তারা বিস্তারিত জানতে চাইবে। তবে বিএনপি নির্বাচন ইস্যুতে তাদের অবস্থানে অনড় থাকবে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনা ১৯ মে শেষ হয়। ২০ মার্চ থেকে শুরু হওয়া সংলাপে রাষ্ট্র সংস্কারের জন্য নানা সুপারিশ নিয়ে আলোচনা চলছে। কমিশনের লক্ষ্য ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে এসব সুপারিশ চূড়ান্ত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৩০ শতাংশ শেয়ার ধারণ: এক কোম্পানির শেয়ার কিনলেন উদ্যোক্তারা
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- বড় আন্দোলনে নামছে ৩ 'দল'
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- মুনাফা বেড়েছে বিবিধ খাতের ৬ কোম্পানির
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- মোবাইল কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বিশেষ প্রণোদনা
- ২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু ৬
- ক্যাশ ফ্লো বেড়েছে ওষুধ খাতের ১৩ কোম্পানির
- ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ঢাবি ছাত্রের আ-ত্ম-হ-ত্যা
- বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ২০ কোম্পানির