ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

উত্তাল সাগর

হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বন্ধ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ১৮:৫৭:১৯
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযোগাযোগ বন্ধ

ঘূর্ণিঝড় ‘শক্তি’র সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল রয়েছে। এমতাবস্থায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌযাত্রা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

আজ বুধবার (২৮ মে) সকালে আবহাওয়া অফিস থেকে জারি করা বিশেষ সতর্কবার্তায় নদী বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। দুপুরের দিকে লঘুচাপের কারণে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়া উপজেলার বেড়িবাঁধের বাইরের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবনের শিকার এলাকার মধ্যে রয়েছে সুখচর, নলচিরা, চর ঈশ্বর, কেরিং চর, ঢালচর ও চর ঘাসিয়া। এসব অঞ্চলের কিছু কিছু বেড়িবাঁধ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও নৌ পুলিশ টহল জোরদার করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগ মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত