ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মধ্যরাতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ০৫:৫৪:৫০
মধ্যরাতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত

ভারতের মণিপুর রাজ্যে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, এটি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দূরে স্থানীয় সময় রাত ১টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ২৪ মিনিট) আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৪৭ কিলোমিটার গভীরে, অর্থাৎ এটি ছিল অপেক্ষাকৃত অগভীর। ফলে কম্পন বিস্তৃত এলাকায় জোরালোভাবে অনুভূত হয়।

ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপত্তিস্থল হওয়ায় এর কম্পন শক্তি সাধারণত বেশি অনুভূত হয়। তবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত