ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রেস সচিবের বক্তব্যে বিভ্রান্তি দেখছে বিএনপি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ০০:১৬:২১
প্রেস সচিবের বক্তব্যে বিভ্রান্তি দেখছে বিএনপি

বিএনপি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় হতাশা প্রকাশ করেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ২৪ মে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে। একই দিনে আরও দুটি দলও সাক্ষাৎ করে। পরদিন আরও ২০টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।

তিনি বলেন, এসব আলোচনার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাধ্যমে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে জাতীয় নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ পাওয়া যায়নি। এ কারণে আমরা হতাশ।

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনো চায় না। তবে আমরা শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চেয়ে আসছি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই এই সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। একইসঙ্গে গণতন্ত্রবিরোধী শক্তি ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার চলমান থাকবে।”

তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জাতির সামনে যে বিবৃতি উপস্থাপন করা হয়েছে, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। আমরা প্রথম থেকেই উপদেষ্টা পরিষদকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছি।

সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, “সরকার পরিচালনায় নিরপেক্ষতার অভাব ও দুর্বলতার কারণে জনমনে স্বাভাবিকভাবেই সন্দেহের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন মহলের অযৌক্তিক ও এখতিয়ারবহির্ভূত বক্তব্য এবং দাবি সরকারের কাজের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে—এ অভিযোগ সরকারের নিজস্ব ব্যর্থতার প্রতিফলন।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত