ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এনসিপিকে ভোট দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৭ ২০:৫৪:২৮
এনসিপিকে ভোট দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত

যোগ্য নেতৃত্ব না থাকলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন।”

শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, “স্বপ্নটাকে অনেক বড় করতে হবে, অনেক বড়। ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা আমাদের এই দেশটাকে আর কখনো কোনো ফ্যাসিবাদির হাতে তুলে দেব না। আমরা চাই না, আমাদের কোনো ভাই-বোন আবার রাস্তায় নামুক আর তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের রাজনীতিবিদ হবেন তারা, যারা শিক্ষিত, যারা মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা নয়, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে। আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে। আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি এক হাজার টাকা দিলে আমার ভোটটা বিক্রি করবো? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবো?”

হাসনাত বলেন, “আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি যদি ভোট বিক্রি করতে চান, আপনারা প্রতিবাদ করুন। আপনি বলুন, আপানারা যে আজ ভোটটা বিক্রি করে দিচ্ছেন, পাঁচ বছর আপনাদের নির্যাতন করবে। আমি নিজে যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দিই, তাহলে পাঁচবছর ধরে নেতা আমার ওপর জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ খুলতে পারবো না।”

পথসভায় ডা. তাসনিম জারা বলেন, “আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাষ্ট্র তার নাগরিককে খুন করবে না, গুম করবে না। বিদ্যমান যে সংবিধান, এ সংবিধানের বলে হাসিনা আমাদের দেশের নাগরিকদের গুম-খুন করেছে। আমরা চাই, এ সংবিধান বিলোপ করে এমন একটি সংবিধান প্রণয়ন করতে, যার মধ্য দিয়ে আগামীদিনের সবার জন্য বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত