ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
এনসিপিকে ভোট দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত
.jpg)
যোগ্য নেতৃত্ব না থাকলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ালি খাঁ মোড়ে এনসিপির পথসভা শুরুর আগে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব, তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নেই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে, তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, তাকে আপনারা ভোট দিবেন।”
শিক্ষার্থীদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, “স্বপ্নটাকে অনেক বড় করতে হবে, অনেক বড়। ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। আমরা আমাদের এই দেশটাকে আর কখনো কোনো ফ্যাসিবাদির হাতে তুলে দেব না। আমরা চাই না, আমাদের কোনো ভাই-বোন আবার রাস্তায় নামুক আর তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের রাজনীতিবিদ হবেন তারা, যারা শিক্ষিত, যারা মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা নয়, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে। আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে। আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে। আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের দেশের ভোটাররা আগের রাতে ভোট বিক্রি করে দেয়। আপনি যোগ্য নেতৃত্ব নির্বাচনের আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি এক হাজার টাকা দিলে আমার ভোটটা বিক্রি করবো? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করবো?”
হাসনাত বলেন, “আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্বে যিনি রয়েছেন, তিনি যদি ভোট বিক্রি করতে চান, আপনারা প্রতিবাদ করুন। আপনি বলুন, আপানারা যে আজ ভোটটা বিক্রি করে দিচ্ছেন, পাঁচ বছর আপনাদের নির্যাতন করবে। আমি নিজে যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দিই, তাহলে পাঁচবছর ধরে নেতা আমার ওপর জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ খুলতে পারবো না।”
পথসভায় ডা. তাসনিম জারা বলেন, “আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাষ্ট্র তার নাগরিককে খুন করবে না, গুম করবে না। বিদ্যমান যে সংবিধান, এ সংবিধানের বলে হাসিনা আমাদের দেশের নাগরিকদের গুম-খুন করেছে। আমরা চাই, এ সংবিধান বিলোপ করে এমন একটি সংবিধান প্রণয়ন করতে, যার মধ্য দিয়ে আগামীদিনের সবার জন্য বাসযোগ্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি