ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সচিবালয়ে বিক্ষোভের ঝড়, কঠোর নিরাপত্তাও টেকেনি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৭ ১৪:১৪:০৪
সচিবালয়ে বিক্ষোভের ঝড়, কঠোর নিরাপত্তাও টেকেনি

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়।

মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন।

বিক্ষোভে অংশ নিতে বহু কর্মকর্তা-কর্মচারী তাদের দাপ্তরিক কাজ বন্ধ রেখে নিচে নেমে আসেন, যার ফলে কার্যত অচল হয়ে পড়ে সচিবালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড।

সচিবালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভেতরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য, বাইরে অবস্থান করছে পুলিশ, বিজিবি ও সোয়াত টিম। এদিন সকাল থেকেই সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। এতে বলা হয়েছে, চারটি ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে একজন কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে।

এই অধ্যাদেশকে স্বেচ্ছাচারিতা ও চাকরিজীবীদের জন্য হুমকি হিসেবে দেখছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি, এটি মৌলিক অধিকারের পরিপন্থী এবং তা অবিলম্বে বাতিল করতে হবে।

তাদের ভাষ্য, নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট এমন ইস্যুতে দলমত নির্বিশেষে সচিবালয়ের কর্মীরা একত্র হয়েছেন, যা অতীতে খুব একটা দেখা যায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত