ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৬ ২৩:৪৪:১৬
সচিবালয় ও আশপাশে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ মে) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ মে জারি করা এক নির্দেশনার আলোকে বাংলাদেশ সচিবালয়, মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পূর্ববর্তী নির্দেশনার আলোকে সবাইকে এ নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত