ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
আন্দোলন স্থগিত করেছেন কারিগরি শিক্ষার্থীরা

কারিগরি শিক্ষার মানোন্নয়নের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা ও সচিব ড. খ ম কবিরুল ইসলামের আশ্বাসে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মসূচি থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।
সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইডিইবি নেতারা।
বৈঠকে সচিব জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবি পর্যালোচনার জন্য ইতোমধ্যে একটি আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চার দফা বৈঠক করে সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিয়েছে। এখন সেই সুপারিশ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে এবং অধিকাংশ দাবিই পূরণ করা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী শাহজালাল আহমেদ বলেন, সচিব স্যারের আন্তরিক আশ্বাসে আমরা আন্দোলন থেকে সরে এসেছি। তিনি আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আন্তরিক ছিলেন—এটা আমাদের আশাবাদী করেছে। এখন আমরা নিয়মিত ক্লাসে ফিরেছি।
তিনি আরও জানান, ভবিষ্যতে সাধারণ মানুষের ভোগান্তি হয়—এমন কোনো আন্দোলন কর্মসূচিতে আর অংশ নেবেন না তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার