ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নাগরিকদের ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা থাকবে: প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৬ ১৯:০০:৫০
নাগরিকদের ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সোমবার (২৬ মে) আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) সভাপতি স্টিফেন শ্নেক-এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার বর্তমান অবস্থা, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা, সংবিধান সংশোধনের প্রস্তাব এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, ধর্ম বাংলাদেশের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং ১৭ কোটিরও বেশি মানুষের এই দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের বিষয়ে তিনি আন্তর্জাতিক সাংবাদিকদের বাংলাদেশে এসে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান এবং জানান, অন্তর্বর্তী সরকার এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, যে কোনও সাংবাদিক যেকোনো সময় বাংলাদেশ সফর করতে পারেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ঘিরে দেশে ও বিদেশে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে, দক্ষিণ এশিয়ার কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক মহলে এই অভ্যুত্থানকে ইসলামি চরমপন্থার আন্দোলন হিসেবে চিত্রিত করার প্রচেষ্টা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ফিলিস্তিনে গণহত্যার মতো ঘটনা দেশে অভ্যন্তরীণভাবে উত্তেজনা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

স্টিফেন শ্নেক সংস্কার কমিশনের কাজ এবং অভ্যুত্থানের পর প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, প্রস্তাবিত সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার আরও জোরদার করা হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গঠনের জন্য সংলাপ চালাচ্ছে ঐকমত্য কমিশন।

রোহিঙ্গা সংকট নিয়ে ড. ইউনূস বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক ভাবে আরও গুরুত্ব সহকারে তুলে ধরতে ইউএসসিআইআরএফ-এর সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, তার অনুরোধে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত